ছয় অনুষদের শিরোপা-স্বপ্ন নিয়েই বুয়েটে শুরু হলো বহুল প্রতীক্ষিত আন্তঃঅনুষদ ক্রিকেট টুর্নামেন্ট। গত ৫ ডিসেম্বর, মঙ্গলবারে পর্দা উঠলো প্রফেসর ড. মো. মিজানুর রহমান আন্তঃঅনুষদ টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৩-এর। আট দিন ও নয় ম্যাচের এই টুর্নামেন্টে দুটো গ্রুপে বিভক্ত হয়ে অংশ গ্রহণ করছে ছয়টি অনুষদ।
‘ক’ গ্রুপে তড়িৎকৌশল অনুষদের (তড়িৎ ও ইলেকট্রনিক বিভাগ, কম্পিউটার সায়েন্স ও প্রকৌশল বিভাগ, বায়োমেডিক্যাল বিভাগ) সাথে রয়েছে বিজ্ঞান অনুষদ (রসায়ন বিভাগ, গণিত বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ) এবং কেমিক্যাল ও ম্যাটারিয়ালস অনুষদ (কেমিকৌশল বিভাগ, বস্তু ও ধাতব কৌশল বিভাগ, ন্যানোম্যাটারিয়ালস অ্যান্ড সিরামিক কৌশল বিভাগ, পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ বিভাগ)। ‘খ’ গ্রুপে রয়েছে পুরকৌশল অনুষদ (পুরকৌশল বিভাগ, পানিসম্পদ কৌশল বিভাগ), যন্ত্রকৌশল অনুষদ (যন্ত্রকৌশল বিভাগ, নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন প্রকৌশল বিভাগ) এবং স্থাপত্য অনুষদ (স্থাপত্য বিভাগ, মানবিক বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ)।
৫ ডিসেম্বর, উদ্বোধনী ম্যাচে বিজ্ঞান অনুষদকে বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করে তড়িৎকৌশল অনুষদ। প্রথমে ব্যাট করে মাসুমের ৫২ আর জুলফিকারের ৪০ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৮৪ রানের বড় সংগ্রহ করে তড়িৎকৌশল। জবাবে ১৮.৩ ওভারে মাত্র ৭৭ রানেই গুটিয়ে যায় বিজ্ঞান অনুষদ, চার ওভারে ১৭ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নিয়ে তড়িৎকৌশলের ১০৭ রানের জয় নিশ্চিত করেন মাসুম।
একই দিনের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পুরকৌশল অনুষদকে ১৩ রানে পরাজিত করে নিজেদের প্রথম জয় তুলে নেয় যন্ত্রকৌশল অনুষদ। প্রথমে ব্যাট করে ১৩০ রান সংগ্রহ করে যন্ত্রকৌশল, দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলা ওপেনার মাহমুদ। উত্তরে ২০ ওভার ও ৮ উইকেট খরচ করেও পুরকৌশলের ইনিংস থামে ১১৭ রানে। চার উইকেট তুলে নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেন যন্ত্রকৌশলের মনজুর।
৬ ডিসেম্বর, টুর্নামেন্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম জয়ের দেখা পায় কেমিক্যাল ও ম্যাটারিয়ালস অনুষদ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে জিতে বিজ্ঞান অনুষদকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কেমিক্যাল ও ম্যাটারিয়ালস অনুষদ। মারুফের ৩৮ রানের ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ১৯ ওভারে ৪ উইকেটে ১২৮ রান তুলতে সক্ষম হয় বিজ্ঞান। এরপর ডিএলএস পদ্ধতিতে ১৭ ওভারে ১১১ রানের লক্ষ্যমাত্রাটা ২৫ বল আর ৯ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় কেমিক্যাল ও ম্যাটারিয়ালস অনুষদ। ৩৬ বলে ৫৮ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে অপরাজিত থাকেন বিজয়ী দলের অর্পণ।
দিনের দ্বিতীয় ম্যাচে যন্ত্রকৌশলের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্থাপত্য অনুষদ। লো-স্কোরিং এই ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৮৭ রান তুলতে সক্ষম হয় তারা। যন্ত্রকৌশলের মনজুর ও শিহাব নেন দুটো করে উইকেট। জবাবে ৮৮ রানের লক্ষ্যমাত্রা ১৬.৩ ওভারে আর ৬ উইকেট খরচ করেই পেরিয়ে যায় যন্ত্রকৌশল অনুষদ। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন ফারহান, ঈক্ষণ ও প্রিন্স নেন দুটো করে উইকেট।
বৃষ্টির কারণে ৭ ডিসেম্বরের দুটো ম্যাচই (তড়িৎকৌশল বনাম কেমিক্যাল ও ম্যাটারিয়ালস, এবং স্থাপত্য বনাম পুরকৌশল) অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর। এরপর ১১ তারিখে দুটো সেমিফাইনালে মুখোমুখি হবে যথাক্রমে ‘ক’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘খ’ গ্রুপের রানার্স-আপ, এবং ‘খ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘ক’ গ্রুপের রানার্স-আপ।
১২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ফাইনালের মাধ্যমে পর্দা নামবে টুর্নামেন্টের।
Photo Collected
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!