"সত্যে, সাম্যে, একতায়"

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে, বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আয়োজিত হতে যাচ্ছে শোক স্মরণসভা এবং দিনব্যাপী নানান কর্মসূচি ও বঙ্গবন্ধু বিষয়ক প্রতিযোগিতা ঘোষণা করেছে বুয়েটের বিভিন্ন ক্লাব গুলো।






"১৫ই আগস্ট, ২০২৩, জাতীয় শোক দিবস। ------------------------------------------ “সিঁড়ি বেয়ে নিচে নামবার আগে তুমি শেষবারের মতো পাপস্পর্শহীন সংবিধানের পাতা উল্টিয়েছো, বাংলাদেশের মানচিত্র থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে মেখেছো কপালে, ঐ তো তোমার কপালে আমাদের হয়ে পৃথিবীর দেয়া মাটির ফোঁটার শেষ-তিলক, হায়!”


যার জন্ম প্রজ্জ্বলিত সূর্যের মত, যার কণ্ঠ দুরন্ত বজ্রের মত, এবং যার জেগে উঠা উত্তাল তরঙ্গের মত, তিনি সেই মহানায়ক, অমর বিপ্লবী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একজন মানুষ নিজেই হতে পারেন সংগ্রামের প্রতিচ্ছবি, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তির প্রতিচ্ছবি, শেখ মুজিব এমনি এক অগ্রমানব। এক সময় যার পদচারণায় বাংলা হয়ে উঠেছিল সমুজ্জ্বল, অম্লান, অশেষ মহিমাময়। এমন এক ব্যক্তিত্বময় মানুষকে কোন এক অমানিশা কেড়ে নিল বাংলা থেকে। ব্যক্তির মৃত্যু ঘটতে পারে, কিন্তু তার আদর্শের মরণ নেই। সত্যিই তাই! বঙ্গবন্ধুর রক্ত আজ কথা বলে, যার অনন্য নাম বাংলাদেশ। তিনিই জাতির পিতা, তিনিই বঙ্গবন্ধু, তিনিই শেখ মুজিবুর রহমান।


প্রতিবারের ন্যায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আয়োজিত হতে যাচ্ছে শোক স্মরণসভা। উক্ত স্মরণসভাকে সাফল্যমণ্ডিত করতে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। পাশাপাশি উক্ত দিনের পটভূমির প্রতি শ্রদ্ধা রেখে যথাযথ ভাবগাম্ভীর্যের মাধ্যমে জাতীয় শোক দিবসে পালনে নিয়োজিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।


অনুষ্ঠানসূচিঃ সকালঃ - বুকে কালো ব্যাজ ধারণ ও প্রস্তুতি - সাধারণ শিক্ষার্থীবৃন্দ এর পক্ষ থেকে র‍্যালী ও পুষ্পস্তবক অর্পণ দুপুর: - পথশিশুদের মাঝে সাধারণ শিক্ষার্থীবৃন্দ এর পক্ষ থেকে খাবার বিতরণ বাদ আছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল । বিকাল: (শোকদিবস উপলক্ষে স্মরণসভা*) - অতিথিদের আসন গ্রহণ - জাতীয় সঙ্গীত - পবিত্র কুরআন তিলাওয়াত - পবিত্র গীতা পাঠ - সূচনা বক্তব্য - নীরবতা পালন - আলোচনা সভা


প্রধান অতিথি - অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, মাননীয় উপাচার্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিশেষ অতিথি – অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন, মাননীয় উপ-উপাচার্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সভাপতি – অধ্যাপক ড. মিজানুর রহমান, পরিচালক, ছাত্রকল্যাণ পরিদপ্তর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় - অসমাপ্ত আত্মজীবনী পাঠ - কবিতা পরিবেশন (কণ্ঠ্যঃবুয়েট এর পক্ষ থেকে আয়োজন) - শ্রুতিনাটক পরিবেশন (বুয়েট ড্রামা সোসাইটি এর পক্ষ থেকে আয়োজন) - ডকুমেন্টারি দেখানো (বুয়েট ফিল্ম সোসাইটি এর পক্ষ থেকে আয়োজন) - সমাপনী বক্তব্য প্রদান *অনুষ্ঠানসূচি বিশেষ প্রয়োজনে পরিবর্তনযোগ্য।


এছাড়া সেন্ট্রাল প্রোগ্রামের বাইরে ১৫ই আগস্ট শোক দিবস উপলক্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব এর পক্ষ থেকে দিনব্যাপি কর্মপরিকল্পনাঃ ১. "বঙ্গবন্ধু ও বাংলাদেশ" শীর্ষক হাতে লেখা রচনা প্রতিযোগিতা আয়োজনেঃ বুয়েট সাংবাদিক সমিতি জমা দেওয়ার শেষ সময়ঃ ১৪ আগস্ট, ২০২৩ ২. বঙ্গবন্ধু কুইজ আয়োজনেঃ বুয়েট রোভার স্কাউট গ্রুপ তারিখঃ ১৫ আগস্ট ২০২৩ ৩. চারকোলে মুজিব –আর্ট আয়োজনেঃ চারকোল-বুয়েট আর্টিস্টা সোসাইটি তারিখঃ ১৫ আগস্ট ২০২৩ ৪. বঙ্গবন্ধু আর্কাইভ আলোকচিত্র প্রদর্শনী আয়োজনেঃ বুয়েট ফটোগ্রাফিক সোসাইটি তারিখঃ ১৫ আগস্ট ২০২৩ ৫." খোলা চিঠি : বঙ্গবন্ধুর প্রতি" আয়োজনে : বুয়েট সাহিত্য সংসদ লেখা পাঠানোর শেষ তারিখ : ১৩ আগস্ট , ২০২৩ ৬. বুয়েট সাংবাদিক সমিতি থেকে সাধারণ শিক্ষার্থীবৃন্দ এর পক্ষ থেকে প্রেস রিলিজ আয়োজনেঃ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত বুয়েটের সাধারণ শিক্ষার্থীবৃন্দ "


তথ্যসূত্রঃ Interval 18


মন্তব্য করতে লগিন করুন
লগিন
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!
সম্পর্কিত
এখন থেকে বুয়েটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা, শিক্ষার মান … বিস্তারিত


ছাত্রলীগ নির্মমতার শিকার বুয়েটছাত্র আবরার ফাহাদ এর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

শহীদ আবরার ফাহাদ কেবল বুয়েটিই নয় বরং গোটা বাংলাদেশের জন্য … বিস্তারিত


ফেরি ডিজাইনে বুয়েটের সাফল্যগাঁথা: আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের জয়যাত্রা

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ডওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশন (WFSA) বিশ্বজুড়ে নিরাপদ ফেরির … বিস্তারিত


বুয়েটে ফের নিষিদ্ধ হলো লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি

২৮সেপ্টেম্বর, ২০২৪: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একাডেমিক কাউন্সিল সম্প্রতি এক … বিস্তারিত


আবারো ক্লাস -পরীক্ষা বয়কটে বুয়েট শিক্ষার্থীরা

রাজনৈতিক সংশ্লিষ্টতায় অভিযুক্ত শিক্ষার্থীদের নিয়ে কর্তৃপক্ষ থেকে আশানুরূপ‌ কোন তৎপরতা … বিস্তারিত