
1st Place (Left) : ২০০০ টাকার প্রাইজ বন্ড, অসমাপ্ত আত্মজীবনী ও সার্টিফিকেট প্রদান
আজ ১৫ ই আগস্ট, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। বুয়েট সাংবাদিক সমিতি কর্তৃক আয়োজিত হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে- "বঙ্গবন্ধু ও বাংলাদেশ" শীর্ষক হাতে লেখা রচনা প্রতিযোগিতা
রচনা প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিলো ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ যাতে অংশগ্রহণকারীদের তুলে ধরতে হবে কীভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, দর্শন, নেতৃত্ব ও আদর্শ বাংলাদেশের ইতিহাস ও পরিচয়কে রূপ দিয়েছে। উক্ত প্রতিযোগিতায় বুয়েটের ২৭ জন চলমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে ৮ জনকে বিজয়ী ঘোষণা করা হয় এবং পুরষ্কৃত করা হয়।
"বঙ্গবন্ধু ও বাংলাদেশ " শীর্ষক রচনা প্রতিযোগিতার বিজয়ীরা হলো-
1. K A M Kazin 1802055

2nd Place (Left) : ১৫০০ টাকার প্রাইজ বন্ড, অসমাপ্ত আত্মজীবনী ও সার্টিফিকেট প্রদান
2. Sarowar Alam Roki 2105129
3. Mohammad Abid Hasan 2111004

3rd Place (Left) : ১০০০ টাকার প্রাইজ বন্ড, অসমাপ্ত আত্মজীবনী ও সার্টিফিকেট প্রদান
4. Abdullah Al Roman 2010164
5. MD Hossain Al Nahid 2106037

4th Place (Left) : ৮০০ টাকার প্রাইজ বন্ড, অসমাপ্ত আত্মজীবনী ও সার্টিফিকেট প্রদান
6. Ahmed Reza Junaid 2110161
7. Afsar Khan 1912002

5th Place (Left): ৭০০ টাকার প্রাইজ বন্ড, অসমাপ্ত আত্মজীবনী ও সার্টিফিকেট প্রদান
8.Fahmida Rahman 1806063

8th Place (Left): অসমাপ্ত আত্মজীবনী ও সার্টিফিকেট প্রদান
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!