গত ১ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে বুয়েট জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ফ্রেন্ডলি ক্রীড়া প্রতিযোগিতা - ২০২৩। এই প্রতিযোগিতাতে ইভেন্টগুলো ছিল - বেঞ্চ প্রেস, পুল আপ, প্রেসিং, পুশ আপ, প্ল্যাংক, ফ্রি স্কোয়াট এবং ডেড হ্যাং; যেখানে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে৷ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
শিক্ষার্থীদের একাডেমিক চাপের মধ্যে স্বীয় শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে ব্যায়াম করা অতীব জরুরি৷ এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা আরো উৎসুক হয়ে উঠবেন শরীরচর্চার প্রতি - এমনই মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!