গত বৃহস্পতিবার রাজধানী ঢাকায় তুমুল অতিবৃষ্টিতে প্লাবিত হয় রাস্তাঘাট, চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। গতকালের ভারী বৃষ্টিপাতের ফলে বুয়েটের তিতুমীর হল, শের এ বাংলা হল, সোহরাওয়ার্দী হল ও আহসানুল্লাহ হলে জলাবদ্ধতা দেখা দেয়। নিচ তালার রুমগুলোতে প্রায় কয়েক ইঞ্চি পরিমাণ পানি ঢুকে যায়। ফলশ্রুতিতে, নিচতলার শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন, ভিজে যায় বই খাতা সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।
ঘটনার একদিন পরেও পুরোপুরি এখনো পানি নামে নি হল গুলো হতে। বুয়েটের পানি নিষ্কাশন ব্যবস্থার এই বেহাল দশায় ক্ষুব্ধ বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।
বুয়েটে বর্তমানে চলছে পরীক্ষা প্রস্তুতি ছুটি (পিএল)। এই পরিবেশে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশুনা চালিয়ে যাওয়া কষ্টসাধ্য হয়ে দাড়িয়েছে। তাছাড়া,জমাটবাধা পানি হতে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ। এমতাবস্থায় শিক্ষার্থীরা খুবই শঙ্কিত দিনানিপাত করছে। সেই সাথে, একাডেমিক ক্যালেন্ডার বর্ধিত করে পরিক্ষা প্রস্তুতির ছুটি বাড়ানোর দাবিও তুলেছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!