আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল প্রাঙ্গণে "আবরার ফাহাদ স্মৃতিফলক" এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বুয়েটের মাননীয় উপাচার্য এবং উপ-উপাচার্য মহোদয়গণ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরে বাংলা হলের প্রভোস্ট, ডিএসডব্লিউ, অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।
এর মাধ্যমে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের অনেক দিনের দাবি বাস্তবে রূপ নিলো। উক্ত উদ্যোগের জন্যে বুয়েট প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা এবং দ্রুত স্মৃতিফলক নির্মাণের কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এই স্মৃতিফলক আগামী দিনে বুয়েটের সকল শিক্ষার্থীদের কাছে শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগের স্মৃতি বহন করবে বলে মনে করেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।
২০১৯ সালে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নির্মমভাবে নিহত হন বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ। উক্ত ঘটনার প্রেক্ষিতে বুয়েটে তীব্র আন্দোলনের ফলে বুয়েটে সকল ধরনের সাংগঠনিক ছাত্ররাজনীতি ও র্যাগিং নিষিদ্ধকরণ করা হয়।
তথ্যসূত্র ও ছবিঃ Interval 18
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!