ফিরে এলো ২০১৯ সালের সেই ৬ ই অক্টোবর রাত, যে রাতে বুয়েটের শেরে বাংলা হলের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে ডেকে পাঠায়, তারই হলের ছাত্রলীগের কিছু নেতা কর্মী। সারারাত নির্মমভাবে পিটিয়ে হত্যা করে বুয়েটের এই মেধাবী প্রাণ।
আবরার ফাহাদের চতুর্থ মৃত্যু বার্ষিকী পালিত হচ্ছে বুয়েটে। এ উপলক্ষে আগামীকাল ৭ ই অক্টোবর বাদ আসর বুয়েটের শের এ বাংলা হলে আবরার ফাহাদের জন্যে দোয়া ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
আবরার ফাহাদ হত্যা পরবর্তী আন্দোলনের বিনিময়ে বুয়েটে এখন বিরাজমান একটি স্বাধীন, সুস্থ ও লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি মুক্ত পরিবেশ। বুয়েটের ১৭ ব্যাচের উদ্যোগে "আবরার ফাহাদ আর্কাইভ- abrarfahadarchive.org/" এ সংরক্ষিত আছে আবরারের স্মৃতি
২০১৯ পরবর্তী আবরার ফাহাদ হত্যাকান্ড নিয়ে বুয়েট সাংবাদিক সমিতি কর্তৃক প্রতিবেদন সমূহ নিম্নরূপঃ নিম্ন আদালতের মামলার রায়ঃ https://m.facebook.com/story.php?story_fbid=3141910399374074&id=1756904287874699&mibextid=Nif5oz পর্ব ১: https://m.facebook.com/story.php?story_fbid=3132400110325103&id=1756904287874699&mibextid=Nif5oz পর্ব ২: https://m.facebook.com/story.php?story_fbid=3133053910259723&id=1756904287874699&mibextid=Nif5oz পর্ব ৩: https://m.facebook.com/story.php?story_fbid=3133810806850700&id=1756904287874699&mibextid=Nif5oz
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!