আজ সকাল ১১.২০ মিনিটে বুয়েটের শহীদ মিনার প্রাঙ্গনে শিক্ষার্থীরা ফিলিস্তিনে চলতে থাকা ইসরাইলি নির্মমতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমবেত হন। এসময় " Free Palestine ", "Save Aqsa ", "Stop Genocide " প্ল্যাকার্ড নিয়ে সাধারণ শিক্ষার্থীরা নির্যাতিত মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন।
শিক্ষার্থীরা উল্লেখ করেন- বাংলাদেশের মানুষ স্বাধীনতার পর থেকেই স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার।ফিলিস্তিনিদের " সন্ত্রাসবাদী "বলে ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব দশকের পর দশক ধরে প্রচারণা চালিয়ে তাদের ওপর ইসরায়েলের সামরিক অভিযান ও হত্যাযজ্ঞকে বৈধতা দেয়ার চেস্টা করছে অথচ দখলদার ইসরায়েল রাষ্ট্রের জন্মই হয়েছে সন্ত্রাসবাদী কর্মকান্ডের মাধ্যমে। ইসরাইলের অবৈধ দখলদার পাশবিক নির্মমতা থেকে ফিলিস্তিনের শিশুরাও মুক্তি পাচ্ছেনা।ন্যূনতম মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত ফিলিস্তিনিদের উপর চলছে জঘন্যতম হত্যাযজ্ঞ।বিশেষ করে ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক গাজায় অবরোধ ও স্থল অভিযান শুরুর ঘোষণার পর এটি পরিণত হয়েছে লাশের নগরীতে। পানি, জ্বালানী ও বিদ্যুৎ বিচ্ছিন্ন গাজায় মৌলিক চিকিৎসা সরঞ্জাম ও পৌছাতে পারছে না। সমাবেশে শিক্ষার্থীরা এ বিষয়ে দ্রুত আন্তজার্তিক সম্প্রদায়ের শক্ত ও বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করেন। একই সাথে এ সংঘাত কে মানবতা ও বিশ্বশান্তির জন্য হুমকি উল্লেখ করে এর স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য- গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল- ফিলিস্তিনের সংঘাত আবার সহিংস রূপ নেয়।ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রমতে, অবরুদ্ধ গাজায় এ পর্যন্ত দুই হাজারের অধিক মানুষ নিহত হয়েছে।আহত হয়েছে প্রায় দশ হাজার মানুষ। জাতিসংঘের ভাষ্যমতে- ইসরায়েলি হামলায় গাজায় নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখ ৩৮ হাজার ফিলিস্তিনি। ছবিঃ সংগৃহীত
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!