তীব্র পড়াশোনার চাপের মাঝে শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত ব্যায়াম ও শরীরচর্চার গুরুত্ব অপরিসীম। এজন্য বুয়েটের রয়েছে খেলার মাঠ ও একটি জিমনেসিয়াম যেখানে বছরব্যাপী বিভিন্ন খেলাধূলার আয়োজন হয়ে থাকে। বুয়েটের অনেক শিক্ষার্থী নিয়মিত জিমে গিয়ে শরীরচর্চা করে থাকেন। কিন্তু, বরাবরের মতই অবহেলা অযতনে ভঙ্গুর বুয়েট জিমের অবস্থা।
নেই ব্যায়ামের পর্যাপ্ত সরঞ্জাম। যা আছে তার কোনোটা নষ্ট তো কোনোটার গড়নে গরমিল। অনেক যন্ত্রের অবস্থা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। বাধ্য হয়ে কিছু শিক্ষার্থী বুয়েট এলাকার বাইরে প্রাইভেট জিমে ভর্তি হয়েছেন, কিন্তু সেসব জিম অনেকের জন্যেই যথেষ্ট ব্যবহুল।
জিমে নিয়মিত আসা ১৯ ব্যাচের এক শিক্ষার্থী জানান, "জিমে কোনো স্কোয়াট র্যাক নেই, এমনকি বেঞ্চ প্রেস ব্যায়ামের জন্যও কোনো সেইফটি র্যাক নেই, তাই এসব ব্যায়াম করতে প্রায়ই দুর্ঘটনার সম্মুখীন হতে হয়।"
১৮ ব্যাচের আরেক শিক্ষার্থী জানান, "অধিকাংশ ব্যায়াম করারই মেশিন নেই। যেসব আছে প্রায় সবই ত্রুটিপূর্ণ, বসে ব্যায়াম করার মেশিনে সীট নেই, ক্যাবল মেশিনের গ্রিপিং হ্যান্ডেল নেই। কয়েকটি মেশিন অকেজো পড়ে আছে। এভাবে কখনই ব্যায়াম করা সম্ভব নয়, প্রায়ই নতুন জিমে আসা শিক্ষার্থীরা ব্যায়াম করার উৎসাহ হারিয়ে ফেলে। বুয়েট কর্তৃপক্ষ অন্যান্য বিষয়ে নিয়মিত আধুনিকায়ন করলেও বছরের পর পিছিয়ে আছে বুয়েটের ব্যায়ামাগার।"
শিক্ষার্থীদের আশা, খুব দ্রুতই অবহেলিত বুয়েট জিমের প্রতি নজর দিবে কর্তৃপক্ষ। বুয়েটের অন্যান্য দিকগুলোর মতো একটি মানসম্মত আধুনিক ও নিরাপদ জিম তাদেরকে নিয়মিত সুস্থ শরীরচর্চা করতে উদ্বুদ্ধ করবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করে
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!