ইউরোপীয় রোভার চ্যালেঞ্জ ২০২৩ এর ফাইনাল রাউন্ডে জায়গা করে নিয়েছে আইইউটি এর প্রজেক্ট অল্টেয়ার এবং বুয়েট এর টিম ইন্টারপ্লানেটার।
সারা বিশ্ব থেকে ৫৪ টি দলের মধ্যে মাত্র ২৫ টি দল ফাইনালে উঠেছে।যার মধ্যে রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (IUT) এর প্রজেক্ট অল্টেয়ার এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET)এর টিম ইন্টারপ্লানেটার।
IUT-এর প্রতিনিধিত্বকারী প্রজেক্ট অল্টেয়ার, সেরা বাংলাদেশী দল হিসাবে বিশ্বব্যাপী ১৬ তম স্থান অধিকার করে এবং এশিয়ান দলগুলির মধ্যে দ্বিতীয়-সেরা। বুয়েটের প্রতিনিধিত্বকারী টিম ইন্টারপ্লানেটার ২৫তম স্থান অর্জন করেছে।
ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জ হলো আন্তর্জাতিক ভাবে স্বীকৃত মার্স রোভার প্রতিযোগিতা এই বছর ফাইনাল চ্যালেঞ্জ অনুষ্ঠিত হবে ১৫-১৭ সেপ্টেম্বর।বৈশ্বিকভাবে স্বীকৃত রোবোটিকস প্রতিযোগিতা– ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ প্রতিবছর যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইউটাতে অনুষ্ঠিত হয়। মার্স সোসাইটির উদ্যোগের অংশ হিসেবে ইউআরসি চ্যালেঞ্জে শিক্ষার্থীদের দলকে পরবর্তী প্রজন্মের মার্স রোভার নকশা ও তৈরি করতে বলা হয়, যা পরবর্তীতে মঙ্গল যাত্রার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করে।
টিম ইন্টারপ্লানেটার ইতোমধ্যে বিশ্বজুড়ে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় স্বীকৃতি অর্জন করেছে। তাদের উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে ইউরোপীয় রোভার চ্যালেঞ্জ (ইআরসি) ২০২২-এ বিশ্বব্যাপী অষ্টম স্থান অর্জন করা এবং প্রতিযোগিতায় ইউরোপের বাইরে শীর্ষ দল হিসেবে স্থান করে নেয়া। পাশাপাশি, তারা ইআরসি ২০২২ -এর রিমোট এডিশনে চতুর্থ স্থান অর্জন করেছে, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০১৬-এ পঞ্চম স্থান অর্জন করেছে, ইন্টারন্যাশনাল প্ল্যানেটরি এরিয়াল সিস্টেমস চ্যালেঞ্জে ইনোভেশন অ্যাওয়ার্ড পেয়েছে ইআরসি ২০২১ -এর রিমোট এডিশনে একাদশ তম অবস্থান অর্জন করেছে, ইআরসি ২০১৯ -এ ১৬ স্থান অর্জন করেছে এবং ইআরসি ২০২০ -এ বিশ্বব্যাপী ১৩তম অবস্থান (দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়) অর্জন করেছে।
১৫ থেকে ১৭ সেপ্টেম্বরে অনুষ্ঠিত ফাইনাল চ্যালেঞ্জে বুয়েট এর টিম ইন্টারপ্লানেটার আর আইউটি এর প্রজেক্ট অল্টেয়ার টিম এর জন্য শুভকামনা।
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!