"সত্যে, সাম্যে, একতায়"

১০ জুন : ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের বুয়েট ভর্তি পরীক্ষার মূল পর্ব





BUET Map

BUET Map


আগামিকাল ১০ই জুন ২০২৩ রোজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের বুয়েট ভর্তি পরিক্ষার মুল ধাপ অর্থাৎ লিখিত পরিক্ষা। প্রাক নির্বাচনী পরিক্ষায় উত্তীর্ণ ৬০০০ শিক্ষার্থীদের অংশগ্রহণে "ক বিভাগের" সকাল ১০টা থেকে শুরু হয়ে লিখিত পরীক্ষা চলবে দুপুর ১২ টা পর্যন্ত। এছাড়া "খ বিভাগে অর্থাৎ স্থাপত্য বিভাগে" ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর দুইটায়।


চলতি সেশনে নতুন বিভাগ NANOMATERIALS AND CERAMIC ENGINEERING এ ৩০ জন সহ সর্বমোট ১৩০৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন,যা পরিবর্তীতে বুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত হবে।


লিখিত পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছেন বুয়েট কর্তৃপক্ষ। পরীক্ষা কেন্দ্রের শৃংখলা এবং নিরাপত্তা বিধানের লক্ষ্যে বুয়েটের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ বুয়েট রোভার স্কাউট ও পুলিশ বাহিনীর সদস্যরা অংশ নিবেন৷


ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে বুয়েটের সকল প্রবেশ দ্বার এবং ভবনগুলোকে সংখ্যার মাধ্যমে বিন্যস্ত ও নামাঙ্কিত করে পরীক্ষা সংশ্লিষ্ট এলাকার মানচিত্র প্রকাশ করা হয়েছে।



মানচিত্র অনুযায়ী সংক্ষিপ্ত দিকনির্দেশনাঃ


গেট ০১: ইসিই বিল্ডিং,পলাশীর মোড়।


গেট ০২: বুয়েটের মেইনগেট, বুয়েট শহিদ মিনারের পাশে।


গেট ০৩: বুয়েটের কেন্দ্রীয় মাঠ সংলগ্ন গেট।


গেট ০৪: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বিপরীতে ইঞ্জিনিয়ারিং স্কুল সংলগ্ন।


গেট ০৫: সলিমুল্লাহ মুসলিম হলের মেইন গেটের বিপরীতে URP Building এর পাশে


মন্তব্য করতে লগিন করুন
লগিন
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!
সম্পর্কিত
এখন থেকে বুয়েটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা, শিক্ষার মান … বিস্তারিত


ছাত্রলীগ নির্মমতার শিকার বুয়েটছাত্র আবরার ফাহাদ এর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

শহীদ আবরার ফাহাদ কেবল বুয়েটিই নয় বরং গোটা বাংলাদেশের জন্য … বিস্তারিত


ফেরি ডিজাইনে বুয়েটের সাফল্যগাঁথা: আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের জয়যাত্রা

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ডওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশন (WFSA) বিশ্বজুড়ে নিরাপদ ফেরির … বিস্তারিত


বুয়েটে ফের নিষিদ্ধ হলো লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি

২৮সেপ্টেম্বর, ২০২৪: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একাডেমিক কাউন্সিল সম্প্রতি এক … বিস্তারিত


আবারো ক্লাস -পরীক্ষা বয়কটে বুয়েট শিক্ষার্থীরা

রাজনৈতিক সংশ্লিষ্টতায় অভিযুক্ত শিক্ষার্থীদের নিয়ে কর্তৃপক্ষ থেকে আশানুরূপ‌ কোন তৎপরতা … বিস্তারিত