BUET ChE Alumni Association (BUET ChEAA) আয়োজিত "ফ্রেশ গ্র্যাজুয়েট রিসেপশন" অনুষ্ঠানে কেমিকৌশল বিভাগের সদ্য স্নাতক ডিগ্রি অর্জনকারীদের সংবর্ধনা এবং ভবিষ্যতের দিকনির্দেশনামূলক ফলপ্রসূ এক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন এসোসিয়েশন এর সভাপতি জনাব হাবিল উদ্দীন এবং সভাপতির আসন অলংকৃত করেন বিভাগীয় প্রধান ড. শাহীনুর ইসলাম। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপার্টমেন্টের সকল শিক্ষক, দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে অগ্রণী অবস্থানে থাকা কেমিকৌশল বিভাগের এলামনাইবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সদ্য গ্র্যাজুয়েটগণ। অনুষ্ঠানের শুরুতে চলে পরিচয়পর্ব এবং তারপর বিভাগের অধ্যাপক ড. মহিদুস সামাদ খান বিভাগের সংক্ষিপ্ত পরিচয় এবং কার্যাবলী ব্যাখ্যা করেন। তারপর বিভিন্ন পেশায় থাকা এলামনাইদের মধ্যে কয়েকজন তাঁদের নিজ নিজ অভিজ্ঞতা এবং উপদেশ ব্যক্ত করেন। ইঞ্জিনিয়ারিং এবং ইঞ্জিনিয়ারিং এর বাইরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের সম্ভাবনাময় ভবিষ্যতের কথা ফুটে উঠে তাঁদের জ্ঞানী কণ্ঠে। তাঁরা কর্মক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং দ্রুত অগ্রগতির উপায় ও নতুন গ্র্যাজুয়েটদের প্রতি ব্যক্ত করেন।
তারপর বিভাগীয় প্রধান জনাব ড. মোঃ শাহীনুর ইসলাম নতুন গ্র্যাজুয়েটদের উষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং তাদের ছাত্রজীবনের প্রশংসা এবং পেশাজীবনের জন্য শুভকামনা জানান। শাহীনুর স্যার ছাত্রদের পড়াশোনা চালিয়ে যেতে বলেন এবং আশা রাখেন তাঁর ছাত্রদের অনেকেই এই ডিপার্টমেন্টে স্নাতকোত্তর এবং পিএইচডি কোর্স করবেন এবং বিভিন্ন গবেষণামূলক কাজে যুক্ত হবেন। এছাড়াও বিশ্বের বিভিন্ন নামীদামী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিতে তিনি বলেন। তারপর অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ তাঁদের জ্ঞানগর্ভ আলোচনা করেন। প্রথমে সম্মানিত অতিথি মেঘনাঘাট পাওয়ার সামিট II এর সিইও জনাব মোহাম্মদ রিয়াজ উদ্দীন তাঁর বিভিন্ন অভিজ্ঞতা ব্যক্ত করেন। জনাব রিয়াজ নিজেও এই বিভাগের ছাত্র ছিলেন, তাঁর লেন্সে ধরা কেমিকৌশল বিভাগ এবং তাঁর বর্ণাঢ্য কর্মজীবন তিনি সবার সামনে তুলে ধরেন। নব্য গ্র্যাজুয়েটদের তিনি বলেন কোনো ক্যারিয়ারে যাবার পূর্বে ভেবে নিতে, তাড়াহুড়ো না করতে। তিনি আরও বলেন কর্মজীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একাগ্রতা। তারপর বক্তব্য রাখেন ম্যারিকো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জনাব রজত দিবাকর। জনাব রজত দিবাকর ভারতীয় নাগরিক এবং একজন কর্পোরেট আইকন হওয়ায় তিনি কর্পোরেট ক্ষেত্র এবং বহুজাতিক সংস্থা গুলোতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের ভবিষ্যতের কথা বলেন। কর্পোরেট জগতে প্রয়োজনীয় দক্ষতা বিকাশের কথাও তিনি ব্যক্ত করেন।
তারপর বক্তব্য রাখেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনাব জনেন্দ্র নাথ সরকার। তিনি তাঁর বক্তব্যে নতুন গ্র্যাজুয়েট দের নিজের সন্তানতুল্য হিসেবে উপদেশ দেন এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। জনাব জনেন্দ্র নাথ সরকার তাঁর সুদীর্ঘ কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা এবং একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এর জীবনের কথা বলেন। তিনি নব্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারদেরকে তাঁর প্রতিষ্ঠান সহ বিভিন্ন পেট্রোলিয়াম প্রতিষ্ঠানে বর্ণিল সম্ভাবনার কথা বলেন। এরপর সম্মানিত অতিথিবৃন্দ একটি প্রশ্নোত্তর পর্বে ছাত্র এবং শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সবশেষে অতিথিদের সম্মাননা প্রদান করেন জনাব ড. মোঃ শাহিনুর ইসলাম এবং জনাব ড. ইকবাল মাহমুদ। তারপর এক ফটোসেশান এর মাধ্যমে এই সভার সমাপ্তি হয়।
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!