বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর বিজ্ঞান ও প্রকৌশল গবেষণা এবং উদ্ভাবন কেন্দ্র (RISE)। বুয়েট স্নাতকদের জন্যে On-campus Hiring Event 2023 এর উদ্যোগ নিয়েছে RISE। আগামী ২৪ থেকে ২৬ জুলাই, ২০২৩ তারিখে অনুষ্ঠিত হবে এই নিয়োগ প্রক্রিয়া। ফলে ক্যাম্পাস থেকেই সরাসরি শিক্ষার্থীরা পাবে তাদের পছন্দের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তে চাকরির সুযোগ।
প্রথম বারের মতো এই ইভেন্টে যে যে প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে তারা হলো- ACI, BRAC Bank, Walton, GPH Ispat, Ulkasemi এবং আরও একাধিক প্রাতিষ্ঠান উপস্থিত থাকবে বলে জানিয়েছে RISE.
"RISE On-campus Hiring Event 2023" এর মাধ্যমে বুয়েট স্নাতকদের কর্মসংস্থানের পথে একটি পথপ্রদর্শক সুযোগ উপস্থাপিত হচ্ছে। সকল বাছাইকৃত কোম্পানিগুলি নিয়োগ পদগুলির জন্য সক্রিয়ভাবে বিজ্ঞাপন প্রচার করছেন এবং সরাসরি পরামর্শ ও নিয়োগ প্রক্রিয়ার জন্য ইভেন্টে উপস্থিত থাকবেন। বুয়েট ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে এই উদ্যোগের মূল ইভেন্ট। তথ্যসূত্র: RISE এর ফেইসবুক পেইজ।
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!