"সত্যে, সাম্যে, একতায়"

বুয়েট মেডিকেলে কোভিড-১৯ রোগের চিকিৎসা সংক্রান্ত নতুন সুবিধা সংযোজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ






সম্প্রতি কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় কোভিড-১৯ এ আক্রান্ত বুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, তাদের পরিবারবর্গ ও ছাত্র-ছাত্রীদের সুষ্ঠচিকিৎসার স্বার্থে মেডিকেল সেন্টারের মাধ্যমে নতুন সুবিধা সংযোজন করেছে বুয়েট প্রশাসন। নতুন সংযোজিত এই সুবিধাগুলো হচ্ছেঃ-


১।এম্বুলেন্স সুবিধা,


২।অক্সিজেন সরবরাহ,


৩।নার্সিংসাপোর্ট এবং


৪।টেস্ট সুবিধা ।


কোভিড-১৯ এ আক্রান্ত বুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, তাদের পরিবারবর্গ ও ছাত্র-ছাত্রীদের পরীক্ষা-নীরিক্ষা, হাসপাতালে স্থানান্তর ও অন্যান্য জরুরী প্রয়োজনে অনকল ডাক্তারের সাথে যোগাযোগ করে নির্ধারিত এম্বুলেন্স ব্যবহার করতে পারবেন। অনকল ডাক্তারের মোবাইল নংঃ- ০১৭২৬৬৯৮৮৫১ / PABX Ext-6666 ।


এছাড়াও বুয়েট মেডিকেল সেন্টারে রয়েছে করোনায় আক্রান্ত শ্বাসকষ্ট রোগীদের জন্যে অক্সিজেন সিলিন্ডার / অক্সিজেন কন্সেন্ট্রেটরের ব্যবস্থা। চিকিৎসকের পরামর্শে অথবা অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে অনকল ডাক্তারের পরামর্শে তা সরবরাহ করা যাবে। অক্সিজেন ব্যবহারের নিয়মাবলী মেডিকেল সেন্টার থেকে জেনে নিতে হবে। বর্তমান পরিস্থিতে অক্সিজেনের চাহিদা বেশি থাকায় জরুরী প্রয়োজন না হলে অক্সিজেন সিলিন্ডার / অক্সিজেন কন্সেন্ট্রেটর বাসায় রিজার্ভে রাখা যাবে না।


কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীদের নার্সিং সাপোর্ট এর জন্যে বুয়েট মেডিকেল সেন্টারের আইসোলেশন সেন্টারে নার্স নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এর আগপর্যন্ত কোনো রোগীর চিকিৎসকের পরামর্শে ইনজেকশনের প্রয়োজন হলে নিজ খরচে ( প্রতি কল ৫০০/- টাকা ) ইনজেকশন নিতে পারবেন। এক্ষেত্রে নার্সগণের নাম্বার মেডিকেল সেন্টারের বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে। তবে কোনো নন কোভিড রোগীদের ইনজেকশন দেওয়ার প্রয়োজন হলে অনকল ডাক্তারের তত্ত্বাবধানে মেডিকেল সেন্তারের নিয়মিত নার্সগণ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।


কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীদের ডিসকাউন্টে বিভিন্ন টেস্ট সুবিধা মিলবে বিভিন্ন হসপিটালে। DMFR Molecular Lab,সোবহানবাগ এ সর্বোচ্চ ৫০% ছাড়ে মিলবে বিভিন্ন রক্ত পরীক্ষার সু্যোগ। এবং RT PCR for Covid-19 test (বিদেশগামীরাও) ২৫০০/= টাকা ও Home Sample Collection Fee অতিরিক্ত ৫০০/- টাকা করতে পারবেন। যোগাযোগঃ মুক্তা, ফোনঃ- ০১৯৫৮৩১৬৩৭২ । এবং Popular Diagonstic Centre এ HR CT Chest ৬০০০/- এর স্থলে ৪০০০/- টাকায় ও COVID-19 Test ২৮০০/- টাকা এবং Home Sample Collection এ ৩০০০/- টাকায় করাতে পারবেন। যোগাযোগঃ নাজমুল আহসান , ফোনঃ- ০১৭২০২১২৬৭৭ ।


এছাড়াও ইবনেসিনা কল্যানপুর শাখায় HR CT Chest ৩০% ছাড়ে ৮২০০/- টাকা ও COVID-19 Test সরকার নির্ধারিত মূল্যে ৩০০০/- টাকা এবং অন্যান্য সকল Blood test ইবনেসিনা সকল শাখায় ৮০% ডিসকাউন্টে করা যবে।


তথ্যসূত্রঃ বুয়েট ওয়েবসাইট


বিজ্ঞপ্তিঃ https://drive.google.com/.../1S.../view...


বুয়েট মেডিকেল সুবিধাসমূহ নিয়ে পূর্বে প্রকাশিত রিপোর্টঃ


https://buetjs.com/posts/58/


মন্তব্য করতে লগিন করুন
লগিন
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!
সম্পর্কিত
এখন থেকে বুয়েটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা, শিক্ষার মান … বিস্তারিত


ছাত্রলীগ নির্মমতার শিকার বুয়েটছাত্র আবরার ফাহাদ এর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

শহীদ আবরার ফাহাদ কেবল বুয়েটিই নয় বরং গোটা বাংলাদেশের জন্য … বিস্তারিত


ফেরি ডিজাইনে বুয়েটের সাফল্যগাঁথা: আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের জয়যাত্রা

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ডওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশন (WFSA) বিশ্বজুড়ে নিরাপদ ফেরির … বিস্তারিত


বুয়েটে ফের নিষিদ্ধ হলো লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি

২৮সেপ্টেম্বর, ২০২৪: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একাডেমিক কাউন্সিল সম্প্রতি এক … বিস্তারিত


আবারো ক্লাস -পরীক্ষা বয়কটে বুয়েট শিক্ষার্থীরা

রাজনৈতিক সংশ্লিষ্টতায় অভিযুক্ত শিক্ষার্থীদের নিয়ে কর্তৃপক্ষ থেকে আশানুরূপ‌ কোন তৎপরতা … বিস্তারিত