"সত্যে, সাম্যে, একতায়"

আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দিন দুপুরে হয়রানির শিকার বুয়েট শিক্ষার্থী






গাড়িতে পানি লাগার তুচ্ছ অভিযোগে দিনদুপুরে হয়রানির শিকার হলেন বুয়েট শিক্ষার্থী ইরতিসাম নসরত।


তিনি বুয়েটের নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী।


ঘটনার শুরু উত্তরা ১১ নং সেক্টর থেকে। চৌরাস্তার মোড়ে এসে ইরতিসামের গাড়িটি রাস্তায় একটি গর্ত অতিক্রমের সময় তার পাশ দিয়ে চলমান একটি লাল গাড়িতে গর্ত থেকে কিছু পানি ছিটকে পড়ে। এতে ক্ষুদ্ধ হয়ে লাল গাড়িটির চালক তার গাড়ি দিয়ে ইরতিসামের গাড়িটিতে আঘাত করে এবং আইডিয়াল প্রোডাক্টস নামক একটি দোকানের সামনে দাঁড়ায়। উল্লেখ্য এসময় ইরতিসাম নিজে গাড়িটি চালাচ্ছিলেন এবং গড়িতে আর কেউ ছিল না। ইরতিসাম গাড়ি থামিয়ে দরজা খুলে বেরিয়ে এলে লোকটি(লাল গাড়ির চালক) এগিয়ে এসে আগ্নেয়াস্ত্র বের করে ও ইরতিসামের পেটে চেপে ধরে।


পেটে আগ্নেয়াস্ত্র চেপে ধরা অবস্থায় লোকটি ভুক্তভোগী শিক্ষার্থীকে অকথ্য ভাষায় গালাগাল করতে শুরু করে এবং তাকে গুলি করার হুমকি দেয়।


ইরতিসাম বলেন, “লোকটি তার গাড়ি দিয়ে আমার গাড়ির বাম সাইডে একটি বাড়ি দেয় এবং আমাকে আইডিয়াল প্রোডাক্টস দোকানের সামনে দাঁড় করায়। আমি গাড়ি থেকে নেমে আসলে সে আমার পেটে বন্দুক ধরে রেখে গালিগালাজ করে এবং আমাকে এখানেই মেরে ফেলার হুমকি দেয়। আমার গলা চেপে ধরে ও ঘাড় ধরে ধাক্কা দিতে থাকে। কিন্তু, চারপাশে মানুষ জড়ো হওয়া শুরু করলে সে দ্রুত তার গাড়িতে উঠে চলে যায়।”


লোকটি চলে গেলে ভুক্তভোগী শিক্ষার্থী দ্রুত নিজের গাড়িতে উঠে লাল গাড়িটির পিছু নেয় এবং উত্তরা পূর্ব থানার চেকপোস্টের সামনে তাকে আটকাতে সক্ষম হয়। কিন্তু শিক্ষার্থী জানান, লোকটি গ্লাস নামিয়ে চেকপোস্টে উপস্থিত পুলিশের সাথে কিছুক্ষণ কথা বলতে থাকে ও নিজের বিভিন্ন পরিচয় দেয়। এসময় বন্দুকটি গাড়ির মধ্যে দেখা যাচ্ছিল তাই ভুক্তভোগী শিক্ষার্থী পুলিশদের লক্ষ্য করে বন্দুকটি দেখিয়ে দেন। এমন অবস্থায় পুলিশের সাথে কথা বলার মধ্যেই সে গাড়ি টান দিয়ে পালিয়ে যায়।


ইরতিসাম ইতোমধ্যে একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান। তার বর্ণনায় লাল গাড়িটির চালকটি মধ্যবয়স্ক, টাক ও খাটো এবং তাকে দেখতে মদ্যপ বা মাদকাসক্তের মত লাগছিল। পুলিশের কাছে চেকপোস্টের ঘটনার সিসিটিভি আছে বলে তিনি জানান এবং তিনি গাড়িটির একটি ছবিও তুলতে সক্ষম হোন। কেউ গাড়ির মালিক বা চালকটিকে চিনে থাকলে যেন তাকে সাহায্য করে বলে তিনি অনুরোধ করেন।


গাড়িটির মডেল - Modified Red Lancer EX


রেজিস্ট্রেশন নাম্বার - ঢাকা মেট্রো- গ ৩৩- ৩২০৮


মন্তব্য করতে লগিন করুন
লগিন
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!
সম্পর্কিত
এখন থেকে বুয়েটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা, শিক্ষার মান … বিস্তারিত


ছাত্রলীগ নির্মমতার শিকার বুয়েটছাত্র আবরার ফাহাদ এর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

শহীদ আবরার ফাহাদ কেবল বুয়েটিই নয় বরং গোটা বাংলাদেশের জন্য … বিস্তারিত


ফেরি ডিজাইনে বুয়েটের সাফল্যগাঁথা: আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের জয়যাত্রা

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ডওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশন (WFSA) বিশ্বজুড়ে নিরাপদ ফেরির … বিস্তারিত


বুয়েটে ফের নিষিদ্ধ হলো লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি

২৮সেপ্টেম্বর, ২০২৪: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একাডেমিক কাউন্সিল সম্প্রতি এক … বিস্তারিত


আবারো ক্লাস -পরীক্ষা বয়কটে বুয়েট শিক্ষার্থীরা

রাজনৈতিক সংশ্লিষ্টতায় অভিযুক্ত শিক্ষার্থীদের নিয়ে কর্তৃপক্ষ থেকে আশানুরূপ‌ কোন তৎপরতা … বিস্তারিত