"সত্যে, সাম্যে, একতায়"

শেষ পর্যন্ত সরকারের অনুমোদন পেল বুয়েটে উদ্ভাবিত সি-প্যাপ যন্ত্র অক্সিজেট






করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেনের উচ্চ চাহিদা পূরণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উদ্ভাবিত যন্ত্র অক্সিজেট শেষ পর্যন্ত সরকারের অনুমোদন পেয়েছে। বুয়েটের তত্ত্বাবধানে অক্সিজেট তৈরির আবেদন করে প্রাথমিকভাবে ২০০ টি ডিভাইস তৈরির অনুমোদন দিয়েছে বাংলাদেশ ঔষুধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন প্রকল্পটির তত্ত্বাবধানকারী বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. তওফিক হাসান।


তিনি জানান, “‘অক্সিজেট’ নামের সি-প্যাপ যন্ত্রটি ক্লিনিক্যাল ট্রায়ালের পরও ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) অনুমোদন না দেওয়ায় বিষয়টি গত ৫ জুলাই উচ্চ আদালতের নজরে এনেছিলেন আইনজীবী অনীক আর হক। তখন বিচারপতি এম ইনায়েতুর রহিম প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাকে লিখিতভাবে বিষয়টি জানানোর পরামর্শ দেন। নিয়ম অনুযায়ী কোন মেডিক্যাল যন্ত্র অনুমোদনের জন্য যথাযথ ফ্যাক্টরি ব্যবস্থা (ISO 13485/9001 certified ইত্যাদি) সম্পন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি দ্বারা তৈরী হতে হবে। বিশ্ববিদ্যালয়ে তৈরী কোন মেডিক্যাল যন্ত্রের অনুমোদন দেওয়া সম্ভব নয় বলে অক্সিজেটের অনুমোদন দিতে অপারগতা প্রকাশ করেছিল ডিজিডিএ। অথচ দেশে প্রতিদিনই অক্সিজেন সরবরাহের অপ্রতুলতার কারণে কোভিড রোগী মারা যাচ্ছে।”


বেশি পরিমাণে অক্সিজেন স্বল্প মূল্যে সরবরাহ ও উন্নতমানের ভেন্টিলেশন নিশ্চিত করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ডঃ তওফিক হাসান এর নেতৃত্বে একটি দল তৈরি করে অক্সিজেট (OxyJet) নামক একটি নন - ইনভেসিভ সিপ্যাপ (CPAP) ডিভাইস। বুয়েটের বায়মেডিক্যাল ডিপার্টমেন্টের তৈরি অক্সিজেট সিপেপ যন্ত্রটি কোন বৈদ্যুতিক সংযোগ ছাড়াই সাধারণ ওয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার বা হাসপাতালে অক্সিজেন লাইনের সঙ্গে যুক্ত করে হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলার বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে যা মিনিটে ৬০+ লিটার অক্সিজেন সরবরাহ করতে পারে (৪০-১০০% ঘনত্ব/FiO2) । ফলে রোগীদের আইসিইউতে ভর্তি কমাতে সাহায্য করবে। ইতোমধ্যে যন্ত্রটি বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) অনুমোদন নিয়ে ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম, দ্বিতীয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালেও সফল হয়।


দেশে বর্তমান করোনা পরিস্থিতিতে হাই-ফ্লো অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে এবং আইসিইউ ঘাটতি সমস্যা সমাধান করে অক্সিজেট বাঁচাতে অনেক প্রাণ।


গত বছর মার্চ মাসে স্নাতক পর্যায়ের একটি প্রজেক্ট হিসেবে এই অক্সিজেট সিপ্যাপ ডিভাইসের কাজটি হাতে নেন বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চার শিক্ষার্থী : মীমনুর রশিদ, কায়মুল হাসান, কায়সার আহমেদ ও ফারহান মুহিব । প্রথম থেকেই এ ব্যাপারে প্রধান তদন্তকারী হিসেবে সাহায্য করেছেন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. তৌফিক হাসান। অক্সিজেট সিপ্যাপ প্রকল্পটির আর্থিক সহায়তা প্রদান করছে প্রথমত অঙ্কুর ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) শীর্ষক প্রকল্প, এবং পরবর্তীতে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন । অক্সিজেট সিপ্যাপের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এর দায়িত্বে রয়েছেন বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. তওফিক হাসান, এবং কো-ইনভেস্টিগেটর হিসেবে রয়েছেন ড. রোবেদ আমিন (প্রাক্তন অধ্যাপক, ঢাকা মেডিক্যাল কলেজ; পরিচালক, নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল, স্বাস্থ্য অধিদপ্তর), ড. খাইরুল ইসলাম (কনসালটেন্ট, ঢাকা মেডিকেল কলেজ), ড. ফরহাদ উদ্দিন হাসান চৌধুরী মারুফ (রেজিস্ট্রার, ঢাকা মেডিকেল কলেজ), এবং ড. মহিউদ্দিন শারিফ (ইনডোর মেডিকেল অফিসার, ঢাকা মেডিকেল কলেজ)।


তথ্যসূত্রঃ


https://mhealth.buet.ac.bd/oxyjet/


https://clinicaltrials.gov/ct2/show/record/NCT04681859...


https://www.bhorerkagoj.com/


মন্তব্য করতে লগিন করুন
লগিন
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!
সম্পর্কিত
এখন থেকে বুয়েটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা, শিক্ষার মান … বিস্তারিত


ছাত্রলীগ নির্মমতার শিকার বুয়েটছাত্র আবরার ফাহাদ এর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

শহীদ আবরার ফাহাদ কেবল বুয়েটিই নয় বরং গোটা বাংলাদেশের জন্য … বিস্তারিত


ফেরি ডিজাইনে বুয়েটের সাফল্যগাঁথা: আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের জয়যাত্রা

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ডওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশন (WFSA) বিশ্বজুড়ে নিরাপদ ফেরির … বিস্তারিত


বুয়েটে ফের নিষিদ্ধ হলো লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি

২৮সেপ্টেম্বর, ২০২৪: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একাডেমিক কাউন্সিল সম্প্রতি এক … বিস্তারিত


আবারো ক্লাস -পরীক্ষা বয়কটে বুয়েট শিক্ষার্থীরা

রাজনৈতিক সংশ্লিষ্টতায় অভিযুক্ত শিক্ষার্থীদের নিয়ে কর্তৃপক্ষ থেকে আশানুরূপ‌ কোন তৎপরতা … বিস্তারিত