"সত্যে, সাম্যে, একতায়"

আন্তর্জাতিক বিতর্কে বুয়েটের আরেকটি সাফল্যের পালক






WUDC (World Universities Debating Championship) এ ফাইনালিস্ট হল বুয়েট থেকে অংশ নেয়া 'BUET A’। এই দলটিতে ছিলেন পানিসম্পদ প্রকৌশল বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী জুমানা তনুজা এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী শীর্ষ সংশপ্তক।


WUDC প্রতিবছর বিশ্বব্যাপী আয়োজিত সর্ববৃহৎ বিতর্ক প্রতিযোগিতা যাতে প্রায় সারা বিশ্ব থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশ নিয়ে থাকে। ১৯৮১ সাল থেকে হয়ে আসা এ প্রতিযোগিতার এবারের আসর বসার কথা ছিল ডিসেম্বর মাসে। কিন্তু, কোভিড-১৯ এর প্রাদুর্ভাব পুনরায় বেড়ে গেলে কর্তৃপক্ষ সিদ্ধান্ত বদলে অনলাইনে আয়োজনের সিদ্ধান্ত নেয় এবং এই জুলাই মাসের শুরুতে তা অনুষ্ঠিত হয়। এবছর পুরো বিশ্ব থেকে ৩০০টি বিশ্ববিদ্যালয়ের ৪১৬টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। বুয়েট থেকে দুইটি দল অংশ নেয় যাদের একটি ফাইনালিস্ট হিসেবে প্রতিযোগিতা শেষ করে।


BUET A দলের শীর্ষ সংশপ্তকের কাছ থেকে জানা যায়, প্রতিবছর ৩টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয়ে থাকে। যার মধ্যে শীর্ষের দল ইংলিশ এজ ফরেন ল্যাংগুয়েজ (EFL) ক্যাটাগরিতে অংশ নেয়। প্রিলিমিনারিতে দলটি ১৪ পয়েন্ট অর্জন করে পরবর্তী রাউন্ডে উঠতে সক্ষম হয়। সেমিফাইনাল জয়ের পর ফাইনালে রাশিয়া, কলম্বিয়া ও ইউক্রেনের ৩টি বিশবিদ্যালয়ের সাথে মুখোমুখি হয় তারা।


ফাইনালিস্ট দলটির সদস্য শীর্ষ আরও বলেন, “ সেমিফাইনাল জয়ের পর আমরা ফাইনালে কলম্বিয়ার ইউনিভার্সিটি অব রোজারিও, রাশিয়ার সেন্ট পিটার্‌সবার্‌গ ইউনিভার্সিটি এবং ইউক্রেনের কিয়েভ ইউনিভার্সিটির মুখোমুখি হই। ফাইনালে আমরা খুবই ক্লোজ মার্জিনে সেন্ট পিটার্‌সবার্‌গ ইউনিভার্সিটির কাছে হেরে গিয়ে প্রতিযোগিতা শেষ করি।"


মন্তব্য করতে লগিন করুন
লগিন
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!
সম্পর্কিত
এখন থেকে বুয়েটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা, শিক্ষার মান … বিস্তারিত


ছাত্রলীগ নির্মমতার শিকার বুয়েটছাত্র আবরার ফাহাদ এর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

শহীদ আবরার ফাহাদ কেবল বুয়েটিই নয় বরং গোটা বাংলাদেশের জন্য … বিস্তারিত


ফেরি ডিজাইনে বুয়েটের সাফল্যগাঁথা: আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের জয়যাত্রা

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ডওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশন (WFSA) বিশ্বজুড়ে নিরাপদ ফেরির … বিস্তারিত


বুয়েটে ফের নিষিদ্ধ হলো লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি

২৮সেপ্টেম্বর, ২০২৪: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একাডেমিক কাউন্সিল সম্প্রতি এক … বিস্তারিত


আবারো ক্লাস -পরীক্ষা বয়কটে বুয়েট শিক্ষার্থীরা

রাজনৈতিক সংশ্লিষ্টতায় অভিযুক্ত শিক্ষার্থীদের নিয়ে কর্তৃপক্ষ থেকে আশানুরূপ‌ কোন তৎপরতা … বিস্তারিত