জলবায়ু পরিবর্তনের ফলে এশীয় শহরগুলোয় উদ্ভূত সমস্যা চিহ্নিত করে সমাধানের উপায় উদ্ভাবনের জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের স্কুল অফ ডিজাইন অ্যান্ড এনভায়রনমেন্ট ২০১৪ সালে স্থাপত্য ও নগর পরিকল্পনাভিত্তিক একটি আন্তর্জাতিক গবেষণা প্রোগ্রাম চালু করে, যা সাধারণভাবে স্থপতিদের মাঝে DRIA (Designing Resilience in Asia) নামে পরিচিত ।
প্রতি বছরের মতো গত বছরও DRIA কর্তৃক একটি ডিজাইন প্রতিযোগিতা আয়োজিত হয়, যার সময়সীমা পরবর্তীতে এ বছর পর্যন্ত বাড়ানো হয় । DRIA 2020/21 এর এবারের বিষয় ছিল "Naga City Coping with Climate and Social Change", যার সাইট ছিল ফিলিপিন্সের নাগা শহর । বরাবরের মতো এবারও বুয়েটের স্থাপত্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয় এবং একটি দল প্রথমবারের মতো বুয়েটের হয়ে বিজয় ছিনিয়ে আনে ।
বিজয়ী দলের সদস্যরা হলেন বুয়েটের স্থাপত্য বিভাগের পঞ্চম বর্ষের প্রথম টার্মের পাঁচ শিক্ষার্থী : সাদরিলা আব্বাসী, ফাহমিদুর রহমান, আফরা আনান সাবা, মাইশা লাবিবা নাহিয়ান ও রাকেশ শর্মা । তাদের দলটি "Agro.ing City" নামক প্রস্তাবিত ডিজাইনটির জন্য "Community and Socially Resilient Design" ক্যাটাগরিতে বিজয়ী হয় । এর পাশাপাশি দলটি "Best Regenerative and Mitigation Design" ও "Best Resilient Building Technology Design" ক্যাটাগরিতে অনারেবল মেনশনও অর্জন করে । দলটির সামগ্রিক ডিজাইন আইডিয়াটি জুরি কর্তৃক বিশেষভাবে প্রশংসিত হয় । পুরস্কার হিসেবে দলটি পাচ্ছে ৯০,০০০ থাই বাত ।
এবারের প্রতিযোগিতার ভেন্যু নির্ধারিত ছিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কিং মঙ্গুতস ইউনিভার্সিটি অফ টেকনোলজি, থোনবুরি । তবে বিশ্বজোড়া করোনা মহামারির ভয়াবহতার কারণে গত ১৮ জুলাই ২০২১ অনলাইন ওয়েবিনারের মাধ্যমেই চূড়ান্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আয়োজিত হয় ।
২০২০ সালের ১০ নভেম্বর DRIA 2020/21 এর প্রাথমিক ঘোষণা আসে । তখন থেকেই দলটি তাদের প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি এই প্রতিযোগিতার জন্য তৈরি হতে থাকে । এরপর এ বছর জানুয়ারিতে প্রতিযোগিতার বিষয়বস্তু ঘোষণা করা হয় এবং তিন ধাপে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় । এর মাঝেই বিভিন্ন ওয়েবিনার ও নাগাসিটিতে ভার্চুয়াল সাইট টুর চলতে থাকে । কম্পিটিশন এন্ট্রি, স্টুডেন্ট ওয়ার্কশপ ও রিসার্চ টক সাবমিশনের পর গত ১ জুন ২০২১ চূড়ান্ত সাবমিশন গৃহীত হয় । ১৪ জুলাই প্রতিযোগিতার সিম্পোজিয়াম ওপেনিং হয় এবং ১৭ জুলাই পর্যন্ত চলে অনলাইন প্রেজেন্টেশন । গতকাল চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে শেষ বারের মতো DRIA 2020/21 এর পর্দা নামে ।
করোনা মহামারির মাঝেওে দেশের নানা প্রান্তে বসে এবং বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের পড়াশোনার চাপের মাঝেও এই স্বপ্নবাজ তরুণ দলটি গত দেড় বছর ধরে তাদের নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গেছে, যার ফলাফল হিসাবে পেয়েছে আন্তর্জাতিক এই স্বীকৃতি । এটি নিঃসন্দেহে বুয়েট, বিশেষ করে, বুয়েট স্থাপত্য বিভাগের জন্য একটি বিশাল অর্জন ।
বিজয়ী দলটির ডিজাইন আইডিয়াটি সম্পর্কে বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন :
https://app.lapentor.com/sphere/dria-2021...
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!