"সত্যে, সাম্যে, একতায়"

DCE Presents: ‘Short Course on Supply Chain Management(SCM)'






আজ ৮ জুন, ২০২৩ তারিখে উদ্বোধিত হয়ে গেল DCE (Directorate of Continuing Education), BUET কর্তৃক আয়োজিত পাঁচদিনব্যাপী ‘Short Course on Supply Chain Management(SCM)’। এই আয়োজনে অংশগ্রহণ করেন ৩১ টি ভিন্ন সরকারি এবং বেসরকারি কোম্পানি থেকে আগত ৪২ জন চাকুরিজীবি। এই আয়োজন চলবে ৮-১২ জুন পর্যন্ত।


উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল জব্বার খাঁন এবং DCE এর পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ নাসিম হাসান। প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন বুয়েটের আইপিই বিভাগের বিভাগীয় প্রধান ড. ফেরদৌস সারওয়ার এবং রহিম আফরোজ স্টোরেজ পাওয়ার বিজনেসের বর্তমান প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম।


মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল জব্বার খাঁন DCE এর এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য অংশগ্রহণকারীদের সকল বিষয়ে সম্যক জ্ঞানার্জনের প্রতি জোর দেন। তিনি বলেন, “আমাদের ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য যথাযথ স্কিল গড়ে তুলতে হবে। আমাদের ইকোনমিক্স বুঝতে হবে, ডলার কীভাবে কাজ করে বুঝতে হবে, বাংলাদেশ ব্যাংকের মেকানিজম বুঝতে হবে।।” তিনি ডিগ্রিভিত্তিক হার্ড স্কিলেই থেমে না থেকে সফটস্কিল আয়ত্ত্ব করার ওপর বিশেষ জোর প্রদান করেন। তিনি আরও বলেন, বর্তমান তরুণদের দৃষ্টি সম্প্রসারিত করে বৈশ্বিক পর্যায়ে নিজেদের স্থান প্রতিষ্ঠিত করতে হবে, প্রতিনিয়ত নিজেকে নিয়ে কাজ করতে হবে। সফল হওয়ার ক্ষেত্রে বয়স কখনও বাধা হতে পারেনা, এই মর্মে তিনি সকল অংশগ্রহণকারীর সাফল্যের প্রত্যয় ব্যক্ত করেন।


DCE এর পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ নাসিম হাসান বলেন, “১৯৯৫ সালে DCE প্রতিষ্ঠিত হয় বিজ্ঞান ও প্রযুক্তিতে পেশাজীবিদের সম্পৃক্ত রেখে শিক্ষাকে আরো প্রসারিত করে তোলার জন্য। বর্তমান পৃথিবীতে নিত্যদিন নতুন নতুন জ্ঞানের পথ সূচিত হচ্ছে। একজন পেশাদার হিসেবে নিজেকে সফল করে তোলার জন্য এই সকল জ্ঞানের নিয়মিত চর্চার বিকল্প নেই। এক্ষেত্রে DCE বুয়েটে যুগান্তকারী এক পদক্ষেপ রাখতে পারে। আজকের এই আয়োজনে বিজ্ঞান, ব্যবসাসহ বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের পেশাদাররা এসে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ওপর প্রশিক্ষণ নিচ্ছেন, যা কিনা তাদের আগামীর জন্য হয়ে উঠতে পারে অত্যন্ত কাজের।”



উদ্বোধন সম্পর্কে বিভিন্ন অংশগ্রহণকারী বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা আয়োজন এবং অন্যান্য বিষয় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আগামী আয়োজনের সাফল্যের জন্য আশা করেন। অনুষ্ঠানের শেষদিন সার্টিফিকেট বিতরণ এবং সমাপনী বক্তব্যের জন্য উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সত্য প্রসাদ মজুমদার।


উল্লেখ্য যে, কিছুদিন আগেই DCE থেকে সকল শিক্ষার্থীর জন্য সফট স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে দুইদিনব্যাপী সেমিনারের আয়োজন করা হয়, যা নিয়েও বুয়েট শিক্ষার্থীদের মাঝে বেশ আলোড়ন দেখা যায়। এখন পর্যন্ত DCE থেকে ১৯৬ টি শর্ট কোর্স/ট্রেনিং আয়োজন করা হয়েছে ৯০৪৫ জনের বেশি পেশাদার অংশগ্রহণ করেন। DCE এর পরিচালক আগামীতে বিজ্ঞান ও প্রযুক্তি এবং রিসার্চ বিষয়ে বিভিন্ন কর্মশালা আয়োজনের আশা ব্যক্ত করেন।


মন্তব্য করতে লগিন করুন
লগিন
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!
সম্পর্কিত
এখন থেকে বুয়েটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা, শিক্ষার মান … বিস্তারিত


ছাত্রলীগ নির্মমতার শিকার বুয়েটছাত্র আবরার ফাহাদ এর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

শহীদ আবরার ফাহাদ কেবল বুয়েটিই নয় বরং গোটা বাংলাদেশের জন্য … বিস্তারিত


ফেরি ডিজাইনে বুয়েটের সাফল্যগাঁথা: আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের জয়যাত্রা

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ডওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশন (WFSA) বিশ্বজুড়ে নিরাপদ ফেরির … বিস্তারিত


বুয়েটে ফের নিষিদ্ধ হলো লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি

২৮সেপ্টেম্বর, ২০২৪: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একাডেমিক কাউন্সিল সম্প্রতি এক … বিস্তারিত


আবারো ক্লাস -পরীক্ষা বয়কটে বুয়েট শিক্ষার্থীরা

রাজনৈতিক সংশ্লিষ্টতায় অভিযুক্ত শিক্ষার্থীদের নিয়ে কর্তৃপক্ষ থেকে আশানুরূপ‌ কোন তৎপরতা … বিস্তারিত