"সত্যে, সাম্যে, একতায়"

অনির্দিষ্টকালের জন্য পেছাতে পারে বুয়েটের স্নাতক ভর্তি পরীক্ষা






দেশে করোনা পরিস্থিতির অবনতির কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য পেছাতে পারে। আগামী সপ্তাহের শুরুতে একাডেমিক কাউন্সিলের বৈঠক শেষে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।


এ প্রসঙ্গে জানতে চাইলে বুয়েট ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান ও আর্কিটেকচার বিভাগের ডিন অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ বৃহস্পতিবার (১৭ জুন) বলেন, "দেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। এছাড়া সীমান্তবর্তী জেলাগুলোতে সর্বাত্মক লকডাউন চলছে। এই অবস্থায় ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুতে একাডেমিক কাউন্সিলের বৈঠকে এই বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হবে।"


তিনি বলেন, "ভর্তি পরীক্ষার বিষয়ে উপাচার্য স্যারের সাথে কথা হয়েছে। তিনি আমাদের একাডেমিক কাউন্সিলের সভাপতি। আগামী শনিবার বৈঠকের জন্য নোটিশ জারি করা হবে। এরপর আগামী রবিবার অথবা সোমবার বৈঠক করে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।"


কেননা পেছানোর সিদ্ধান্ত নিলে নতুন তারিখ ঘোষণা করতে হবে। সেই তারিখ অনুযায়ী পরীক্ষা আয়োজন করা নিয়ে আমরা সন্দিহান। করোনা সংক্রমণ কবে নাগাদ নিয়ন্ত্রণে আসবে সেটি বলা যাচ্ছে না। তবে আমরা এমনভাবে প্রস্তুতি নিয়ে রাখবো যেন সংক্রমণ নিয়ন্ত্রণে আসা মাত্রই খুব শর্ট নোটিশে পরীক্ষা নিয়ে নেয়া যায়।"


উল্লেখ্য, এর আগে প্রাক-নির্বাচনী পরীক্ষা ৩১ মে ও ১ জুন এবং চূড়ান্ত ভর্তি পরীক্ষা ১০ জুন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির অবনতির জন্য তা পেছানো হয়। পরে প্রাক-নির্বাচনী পরীক্ষা ৩০ জুন ও চূড়ান্ত ভর্তি পরীক্ষা ১ জুলাই দিয়ে নতুন তারিখ ঘোষণা করলেও সে সিদ্ধান্ত থেকে সরে আসছে বুয়েট ।


তথ্যসূত্রঃ দ্যা ডেইলি ক্যাম্পাস


মন্তব্য করতে লগিন করুন
লগিন
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!
সম্পর্কিত
এখন থেকে বুয়েটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা, শিক্ষার মান … বিস্তারিত


ছাত্রলীগ নির্মমতার শিকার বুয়েটছাত্র আবরার ফাহাদ এর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

শহীদ আবরার ফাহাদ কেবল বুয়েটিই নয় বরং গোটা বাংলাদেশের জন্য … বিস্তারিত


ফেরি ডিজাইনে বুয়েটের সাফল্যগাঁথা: আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের জয়যাত্রা

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ডওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশন (WFSA) বিশ্বজুড়ে নিরাপদ ফেরির … বিস্তারিত


বুয়েটে ফের নিষিদ্ধ হলো লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি

২৮সেপ্টেম্বর, ২০২৪: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একাডেমিক কাউন্সিল সম্প্রতি এক … বিস্তারিত


আবারো ক্লাস -পরীক্ষা বয়কটে বুয়েট শিক্ষার্থীরা

রাজনৈতিক সংশ্লিষ্টতায় অভিযুক্ত শিক্ষার্থীদের নিয়ে কর্তৃপক্ষ থেকে আশানুরূপ‌ কোন তৎপরতা … বিস্তারিত