বিটুর রীট পিটিশনের বিরুদ্ধে আপিল সংক্রান্ত অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ বুয়েট প্রশাসনের, একাডেমিক কার্যক্রম চলমান রাখছে বুয়েটের সাধারন শিক্ষার্থীরা
আবরার ফাহাদ হত্যার ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর একাডেমিক কার্যক্রম হতে আজীবন বহিষ্কৃত মোঃ আশিকুল ইসলাম বিটুর রীট পিটিশনের বিরুদ্ধে আপিল দায়েরের সিদ্ধান্ত গ্রহন করেছে বুয়েট কর্তৃপক্ষ। এতদসংক্রান্তে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। আপীল দায়ের প্রক্রিয়াধীন রয়েছে যা আগামী সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। আজ শিক্ষার্থীদের দেওয়া পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বুয়েট প্রশাসন তাদের গৃহিত পদক্ষেপ সমূহ এবং ভবিষ্যৎ প্রতিশ্রুতি অফিশিয়াল বিবৃতি/নোটিশ (নং এলি/রে-৪৮০০(২০০০)) আকারে প্রকাশ করছে।
বুয়েট প্রশাসনের নোটিশ এর পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল মিটিংয়ের আলোচনা সাপেক্ষে এক সপ্তাহের জন্য কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বুয়েটের সাধারন শিক্ষার্থীরা। বুয়েট প্রশাসন তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করলে পরবর্তী সপ্তাহের প্রথম দিন থেকেই কর্মসূচি পুনর্বহাল রাখবে বলে জানায় বুয়েটের সাধারন শিক্ষার্থীরা । তবে এই এক সপ্তাহ তারা বুয়েট প্রশাসনের কার্যক্রম পর্যবেক্ষন করবেন। আগামী এক সপ্তাহের মধ্যে বুয়েট প্রশাসন রীট পিটিশনের বিরুদ্ধে আপিলের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে এবং বহিষ্কৃত যে কেউ এভাবে প্রত্যাবর্তন করলে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ন্যায্য দাবির ভিত্তিতে বুয়েট প্রশাসনের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন তারা।
বিগত ২২ মে, ২০২১ তারিখে আবরার ফাহাদ হত্যাকান্ডে সম্পৃক্ততার জন্য বুয়েট থেকে আজীবন বহিষ্কৃত আশিকুল ইসলাম বিটুকে লেভেল-৩ টার্ম-১ একটি কোর্সের অনলাইন ক্লাসে উপস্থিত থাকতে দেখা যায়। বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র অসন্তোষ ও প্রতিবাদ লক্ষ্য করা যায়। এরই ধারাবাহিকতায় গত ২৭ মে,২০২১ তারিখে বুয়েটের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। উক্ত মানববন্ধনে আগামী ২৯ মে ,২০২১ তারিখের মধ্যে বুয়েট প্রশাসনকে আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল সম্পন্ন করার শর্ত জুড়ে দেয়। কোনো কারণে এই সময়ের মধ্যে আপিল করতে না পারলে, আপিল করার প্রতিশ্রুতি একটি গ্রহণযোগ্য সময়সীমাসহ অফিশিয়াল বিবৃতি প্রকাশ করতে বলেন। উপর্যুক্ত বিষয় দুইটির যেকোনো একটি কার্যকরের পরিপ্রেক্ষিতে তারা তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি পুনর্বিবেচনা করে একাডেমিক কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত নিবে বলে জানায় । এরই প্রতিক্রিয়ায় বুয়েট প্রশাসন আজ আনুষ্ঠানিক ভাবে তাদের পদক্ষেপ জানায়।
আবরার হত্যাকান্ড সংশ্লিষ্ট সকল বিষয়ে কখনোই আপোষ না করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।
তথ্যসূত্রঃ https://drive.google.com/.../1awKR3pj-SVG5fNJoFmBea.../view
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!