কয়েক বছর বিরতির পর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন-বুয়েটের উদ্যোগে আবার আয়োজিত হচ্ছে মেকানিক্যাল ফেস্টিভাল। অতীতকে স্মরণ করে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার স্লোগান নিয়ে আয়োজিত হচ্ছে এবারের পর্ব। সপ্তাহব্যাপি এই উৎসবের মূল পর্ব শুরু হবে ১৫ জানুয়ারি ২০২৩ এ এবং চলবে ১৯ তারিখ পর্যন্ত। এই কয়েকদিন দেশের সেরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের মিলনমেলায় পরিণত হবে বুয়েট ক্যাম্পাস। ছাত্রদের বিভিন্ন বিষয়ের আগ্রহকে সামনে রেখে পড়াশোনা থেকে শুরু করে রিসার্চ,স্কিল সহ মজার সব ইভেন্টের আয়োজন করা হয়েছে এইবার। একনজরে দেখে নেয়া যাক কি কি থাকবে এবারের মেকানিক্যাল ফেস্টিভালে।
মেকাথন:
দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং অবসর সময়ে আমরা অনেকসময় সে সমস্যাগুলো নিয়ে চিন্তার রাজ্যে বিচরণ করি তার সমাধার খোঁজার লক্ষ্যে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রাও ব্যতিক্রম না তবে তাদের চিন্তাভাবনা গুলো হয় আরো শাণিত। যেসব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রবলেম সলভিং পছন্দ করেন তাদের জন্যই এই আয়োজন যেখানে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে মেকানিক্যাল রিলেটেড কেস সলভ করতে হবে।
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যাড কনটেস্ট থান্ডারক্যাড:
কোনো একটি পণ্য তৈরি প্রথম ধাপ হচ্ছে ডিজাইন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রা যেসকল পণ্য বানানোর কাজে জড়িত তার প্রথম ধাপ বর্তমানে সম্পন্ন করা হয় কম্পিউটার এইডেড ডিজাইনের সাহায্যে। দেশজুড়ে সেরা ক্যাড ডিজাইনার খুঁজে বের করার লক্ষ্যে প্রতিযোগিতাটি আয়োজন করা হচ্ছে। দুই ধাপের এ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে ৫০ হাজার টাকার প্রাইজমানি এই প্রতিযোগিতার স্পন্সর Involute tech bd এর পক্ষ থেকে ।
ফিউরি রেস:
টিভির সামনে বসে ফর্মলা ওয়ান এর রেস দেখতে কার না ভালো লাগে আবার ছোটবেলায় খেলনা গাড়ি নিয়ে খেলিনি এমন লোকের সংখ্যা খুব কম। এমন টুর্নামেন্ট যেখানে নিজের বানানো গাড়ি নিয়ে প্রতিযোগিতা করতে হয় তা ছাত্রদের কাছে প্রিয় না হওয়ার কোনো কারণ নেই। তাইতো ২০১৫ সাল থেকে মেকানিক্যাল ফেস্টের মূল আকর্ষণ হিসেবে আয়োজিত হচ্ছ এই প্রতিযোগিতাটি। রিমোর্ট কন্ট্রোল গাড়ির স্পিড, অ্যাকুরেসি এবং ভারসাম্যের এই খেলায় অংশগ্রহণ করতে পারবে দেশের যেকেনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রিসার্চ এন্ড স্কিল শেয়ার সেমিনার:
এই সেমিনারে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কিভাবে স্কিল ডেভেলপ করতে পারে এবং রিসার্চের কাজে সময় দিতে পারে সেসকল বিষয়ে পরামর্শ ও অভিজ্ঞতা শেয়ার করবেন টিম ইন্টারপ্লেনেটার, টিম অটোমায়েস্ট্রো সহ বিভিন্ন সংস্থার সদস্যরা।
এছাড়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ভবিষ্যত ক্যারিয়ার সম্পর্কে ধারণা দিতে থাকছে ক্যারিয়ার টক।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন স্কিল প্রদর্শনের সুযোগ থাকছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অলিম্পিয়াড,প্রোজেক্ট শো কম্পিটিশন এবং পোস্টার কম্পিটিশনে।
পড়াশোনার বাহিরে স্কিল প্রদর্শনের সুযোগ থাকছে ফটোগ্রাফি এক্সিবিশনে এবং আনন্দ, উল্লাস ও উত্তেজনার জন্য থাকছে ট্রেজার হান্ট থেকে শুরু করে ইন্ট্রা ব্যাচ ফুটবল-ক্রিকেট টুর্নামেন্ট এবং ইন্ট্রা বুয়েট ভ্যালোরেন্ট এন্ড ফিফা টুর্নামেন্ট। পরিশেষে সবার জন্য থাকছে কালচারাল নাইট।
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!