শতরঞ্জ '১৬, বুয়েট থেকে গ্র্যাজুয়েট হয়েছে প্রায় বছরখানেক আগে। এই শতরঞ্জ'১৬ ব্যাচ এর শিক্ষার্থীরা তাদের এই বিদায়কে রাঙিয়েছিল অন্য রঙ এ।
'র্যাগ ডে' উদযাপনের অর্থ দিয়ে তারা পাশে দাঁড়িয়েছিল অসহায় মানুষদের। প্রচারবিমুখ এই প্রজেক্ট সম্পর্কে জানতে বুয়েট সাংবাদিক সমিতি যোগাযোগ করে প্রজেক্টটির প্রতিনিধি, শতরঞ্জ '১৬ এর আমির ফয়সাল এর সাথে। বিভিন্ন প্রশ্নোত্তরে উঠে আসে প্রজেক্টটির চিত্র৷
আমির ফয়সাল বলেন, র্যাগ ব্যাচের শতাধিক ছাত্র-ছাত্রীর লক্ষাধিক টাকার অনুদানকে ৪ ভাগে ভাগ করে বন্টন করা হয়েছিলো। এর মধ্যে ছিল ২টি স্বাবলম্বীকরণ অনুদান, ১ টি পরিবারকে দেয়া হয় ঘর নির্মানের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার টাকা। এছাড়া সাহায্যের হাত বাড়ানো হয় একজন সাবেক বুয়েটিয়ানের প্রতিও।
সাবেক বুয়েটিয়ান (৬৯ ব্যাচ) স্ট্রোক করেন ও অসুস্থতাজনিত কারণে চাকুরি করতে অক্ষম হওয়ায় দীর্ঘদিন বেকার ছিলেন৷ সত্যতা যাচাই পূর্বক, Help_BUETian ফেসবুক পেজের এর মাধ্যমে তার হাতেও তুলে দেয়া হয় অনুদান।
প্রায় এক বছর পর, কেমন আছেন অনুদান গ্রহণকারীরা, তাও নিয়মিত খোঁজ রাখছেন বলে জানান আমির।
শতরঞ্জ'১৬ এর শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যিই অনুপ্রেরণাদায়ক। ভবিষ্যতে বুয়েটসহ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এরকম দাতব্য কাজের মাধ্যমে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বিদায়কে স্মরণীয় করে রাখতে আগ্রহী হবে বলে প্রজেক্টটির প্রতিনিধি তার আশা ব্যক্ত করেন।
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!