"সত্যে, সাম্যে, একতায়"

বুয়েটে চলছে বুয়েট ফিল্ম সোসাইটি আয়োজিত পাঁচদিনব্যাপী সিনেসপ্তাহ 'চলতরঙ্গ'






চলচ্চিত্রের মোহমুগ্ধকর দুনিয়ায় ডুব দিতে এই আষাঢ়ে ৮ থেকে ১২ জুলাই বুয়েট ফিল্ম সোসাইটি আয়োজন করেছে চলচ্চিত্র সপ্তাহ "চলতরঙ্গ"। বিভিন্ন ইউনিভার্সিটির ফিল্ম ক্লাব ও স্বাধীন নির্মাতাদের দেশে ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিভিন্ন চলচ্চিত্রের সমন্বয়ে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে উঠেছে।


চলতরঙ্গের প্রথম দিন বিকালে অনম বিশ্বাস পরিচালিত "দুই দিনের দুনিয়া" চলচ্চিত্রের প্রদর্শনী হয়, এতে প্রায় দেড় শতাধিক দর্শক উপস্থিতি লক্ষ্য করা যায়। পরবর্তীতে প্রদর্শিত হয় একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "মিরাকল ইন হেভেন"। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির জন্য নির্মাতা গোলাম রাব্বানী ইতোমধ্যেই "ফ্রান্সের - কানস ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল", যুক্তরাষ্ট্রের - 'বেঙ্গলী ফিল্ম ফেস্টিভ্যাল অফ ডালাস', 'ফোবানা ফিল্ম ফেস্টিভ্যাল', 'ফেস্টিভ্যাল এঞ্জেলিকা', "পোল্যান্ডের - এডুকিনো ফিল্ম ফেস্টিভ্যাল", "ইতালির - ফেস্টিভ্যাল ডি ক্যাফালু", "নেপালের - নেপাল কালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল", "ভারতের - 'সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল', 'গ্লোবাল ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল', "ইউনিসেফ & ইউসেইড এর পক্ষ থেকে গল্পের জন্য বিশেষ পুরস্কার", এবং বাংলাদেশের বেশ কয়েকটি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করে, প্রদর্শনী শেষে তাঁর সাথে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।


এরপরে প্রদর্শিত হয় দেশে ও আন্তর্জাতিক বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত ও পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "নদীবৃত্ত" যা কি না বুয়েট ছাত্রদের নির্মাণ, বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত "নেসেসিটি" এবং বুয়েট ফিল্ম সোসাইটির প্রযোজনা চিত্রগুপ্ত।


প্রথম দিনের কার্যক্রমের সমাপ্তি ঘটে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রাগীব রহমানের সাথে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে, যা চলচ্চিত্রের পেশাদারদের অভিজ্ঞতার সাথে মেলবন্ধনের লক্ষ্যে করা এই আয়োজনের প্রথম দিনকে পূর্ণতা দেয়।


আয়োজনটি চলবে আগামী ১২ জুলাই, ২০২৩ পর্যন্ত।


মন্তব্য করতে লগিন করুন
লগিন
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!
সম্পর্কিত
এখন থেকে বুয়েটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা, শিক্ষার মান … বিস্তারিত


আবরারের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ কেন দেওয়া হবে না? এই প্রশ্নে রুল জারি

গত ৩ সেপ্টেম্বর হাইকোর্ট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার … বিস্তারিত


রাষ্ট্রপতি কর্তৃক বুয়েট এর নতুন ভিসি এবং প্রোভিসি নিয়োগপ্রাপ্তি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. … বিস্তারিত



বুয়েটে চলামান টার্ম ফাইনাল পরীক্ষা স্থগিত করেছে একাডেমিক কাউনসিল, এবং শিক্ষার্থীদের সাথে আলোচনা করে দ্রুততম সময়ে পরীক্ষা রিশিডিউল ও যথাযথ আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গ্রহন

বুয়েটে চলামান টার্ম ফাইনাল পরীক্ষা স্থগিত করেছে একাডেমিক কাউনসিল, এবং … বিস্তারিত