চলচ্চিত্রের মোহমুগ্ধকর দুনিয়ায় ডুব দিতে এই আষাঢ়ে ৮ থেকে ১২ জুলাই বুয়েট ফিল্ম সোসাইটি আয়োজন করেছে চলচ্চিত্র সপ্তাহ "চলতরঙ্গ"। বিভিন্ন ইউনিভার্সিটির ফিল্ম ক্লাব ও স্বাধীন নির্মাতাদের দেশে ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিভিন্ন চলচ্চিত্রের সমন্বয়ে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে উঠেছে।
চলতরঙ্গের প্রথম দিন বিকালে অনম বিশ্বাস পরিচালিত "দুই দিনের দুনিয়া" চলচ্চিত্রের প্রদর্শনী হয়, এতে প্রায় দেড় শতাধিক দর্শক উপস্থিতি লক্ষ্য করা যায়। পরবর্তীতে প্রদর্শিত হয় একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "মিরাকল ইন হেভেন"। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির জন্য নির্মাতা গোলাম রাব্বানী ইতোমধ্যেই "ফ্রান্সের - কানস ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল", যুক্তরাষ্ট্রের - 'বেঙ্গলী ফিল্ম ফেস্টিভ্যাল অফ ডালাস', 'ফোবানা ফিল্ম ফেস্টিভ্যাল', 'ফেস্টিভ্যাল এঞ্জেলিকা', "পোল্যান্ডের - এডুকিনো ফিল্ম ফেস্টিভ্যাল", "ইতালির - ফেস্টিভ্যাল ডি ক্যাফালু", "নেপালের - নেপাল কালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল", "ভারতের - 'সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল', 'গ্লোবাল ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল', "ইউনিসেফ & ইউসেইড এর পক্ষ থেকে গল্পের জন্য বিশেষ পুরস্কার", এবং বাংলাদেশের বেশ কয়েকটি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করে, প্রদর্শনী শেষে তাঁর সাথে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
এরপরে প্রদর্শিত হয় দেশে ও আন্তর্জাতিক বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত ও পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "নদীবৃত্ত" যা কি না বুয়েট ছাত্রদের নির্মাণ, বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত "নেসেসিটি" এবং বুয়েট ফিল্ম সোসাইটির প্রযোজনা চিত্রগুপ্ত।
প্রথম দিনের কার্যক্রমের সমাপ্তি ঘটে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রাগীব রহমানের সাথে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে, যা চলচ্চিত্রের পেশাদারদের অভিজ্ঞতার সাথে মেলবন্ধনের লক্ষ্যে করা এই আয়োজনের প্রথম দিনকে পূর্ণতা দেয়।
আয়োজনটি চলবে আগামী ১২ জুলাই, ২০২৩ পর্যন্ত।
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!