বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে আজ ১৮ই জুন একযোগে ৬৪ জেলাতে 'এক মুঠো ভাত' প্রকল্পের আওতায় অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'অঙ্কুর ফাউন্ডেশন '। এটি বুয়েটের প্রাক্তন ও বর্তমান ছাত্রদের দ্বারা পরিচালিত একটি সমাজকল্যাণমূলক ফাউন্ডেশন।
সকাল ১০ টায় আবরার ফাহাদের পৈতৃক নিবাস কুষ্টিয়ার কুমারখালীতে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।আবরার ফাহাদেরর পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। এরপর বুয়েটের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের একাংশের উপস্থিতিতে দুপুর আড়াইটায় বুয়েট শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে সেখানে অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়। একই সময় সারাদেশে ৬৪ জেলাতে অঙ্কুর ফাউন্ডেশন এর প্রতিনিধিরা এই কর্মসূচি পালন করেছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর ভোররাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে তৎকালীন বুয়েট ছাত্রলীগের কিছু নেতা এবং সদস্যরা। হত্যা মামলায় বর্তমানে আসামীরা বিচারের আওতাধীন আছে।
মানববন্ধনে বক্তারা বলেন যে প্রায় দুই বছর অতিবাহিত হওয়ার পরেও বিচারকার্যের কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এছাড়া বুয়েট থেকে বহিষ্কৃত শিক্ষার্থী আশিকুল ইসলাম বিটুও ক্লাসে ফিরে এসেছিল। ফলে বিচারকার্যের দীর্ঘসূত্রিতা ও সাম্প্রতিক ঘটনাবলিতে তারা উদ্বিগ্ন।
এছাড়া কর্মসূচির শুরুতেই আবরার ফাহাদ এর আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার ব্যবস্থা করা হয়। দুঃস্থদের মাঝে খাবার বিতরণের পর এই কর্মসূচির থেকে দ্রুত আবরার ফাহাদ হত্যামামলার বিচারকার্য শেষ করে আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!